ঐতিহাসিক ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের এক বছর পেরিয়ে গেলেও দেশের ক্রীড়াঙ্গনে কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
ক্রিকেট ও ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনগুলো এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
আমিনুল হক বলেন, গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় সবগুলো ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তারা গা ঢাকা দেন। এরপর বেশিরভাগ ফেডারেশনে নতুন কমিটি দেওয়া হলেও সেগুলোতে কার্যত কোনো পরিবর্তন আসেনি। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে তিনি মনে করেন।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সাকিব আল হাসানের ভূমিকা বিতর্কিত ছিল উল্লেখ করে আমিনুল তাকে 'স্বৈরাচারের দোসর' হিসেবে আখ্যা দেন। তবে তিনি আরও বলেন, রাষ্ট্র যদি তাকে দেশের ক্রিকেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, তাতে তাদের কোনো আপত্তি থাকবে না।
আমিনুলের মতে, বিগত আমলের কালিমা মুছে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর সুযোগ এখনো আছে।
ডিবিসি/এএমটি