বাজারে ক্রেতা দেখলেই টুপ করে মাটিতে শুয়ে পড়ে মরে যাওয়ার ভান করে-এমন এক বিচিত্র ভেড়ার কাণ্ড দেখে হেসেই খুন নেটদুনিয়া। চীনের নিংজিয়া প্রদেশের ১০ দিন বয়সী এই ভেড়াটি এখন রীতিমতো ইন্টারনেট সেনসেশন। তার অভিনয়ের প্রতিভা দেখে নেটিজেনরা তাকে ‘অস্কারজয়ী অভিনেতা’ বা ‘ড্রামা কুইন’ উপাধি দিয়েছেন।
চীনের নিংজিয়া প্রদেশের কৃষক জিন শিয়াওলিন তার চারটি ভেড়া বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে গিয়েছিলেন। তিনটি ভেড়া স্বাভাবিক দামে বিক্রি হয়ে গেলেও চতুর্থটি এক অদ্ভুত আচরণ শুরু করে। কেউ তাকে কিনতে বা ধরতে গেলেই সে হুট করে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। ক্রেতারা মনে করেন ভেড়াটি অসুস্থ, তাই কেউ সেটি কিনতে রাজি হননি।
কিন্তু মজার ব্যাপার হলো, ক্রেতারা চলে যাওয়া মাত্রই ভেড়াটি আবার সুস্থ হয়ে উঠে দাঁড়ায় এবং স্বাভাবিকভাবে ঘোরাফেরা শুরু করে। অদ্ভুতভাবে এই ভেড়াটি বড়দের দেখলে মরে যাওয়ার ভান করলেও শিশুদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে।
এই বিচিত্র কাণ্ডের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর ১০ কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন। ভেড়াটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, এক ব্যক্তি এটি কেনার জন্য ১ লাখ ৩০ হাজার ইউয়ান (প্রায় ২৩ লাখ টাকা) প্রস্তাব করেছেন। যেখানে একটি সাধারণ ভেড়ার দাম মাত্র ৬০ ডলারের মতো, সেখানে এর জন্য আকাশচুম্বী দাম দিতে চাইছেন শৌখিন ক্রেতারা।
বিক্রি করতে নারাজ মালিক বিশাল অঙ্কের টাকার প্রস্তাব পেলেও মালিক জিন শিয়াওলিন তার এই ‘অভিনেতা’ ভেড়াটিকে বিক্রি করতে রাজি নন। তিনি বলেন, এটি ভীষণ বুদ্ধিমান এবং মানুষের মতো আচরণ করে। কেউ তাকে দেখতে এলেই সে মরে যাওয়ার ভান করে। এমন আদুরে প্রাণীকে কি আর বিক্রি করা যায়?
তিনি আরও জানান, ভেড়াটিকে বিক্রি না করে এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি তার গ্রামের স্থানীয় পণ্য যেমন-ভেড়ার মাংস, গোজি বেরি এবং বিশেষ চা প্রচার করতে চান।
তথ্যসূত্র দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট
ডিবিসি/এমইউএ