খেলাধুলা, ফুটবল

ক্লাব বিশ্বকাপের পর বিশ্বকাপেও ট্রাম্পের নজর, রাখতে চাইলেন ট্রফি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে আগস্ট ২০২৫ ১২:৫৬:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি ‘রেখে দেওয়ার’ আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার আসল বিশ্বকাপ ট্রফিটিও রেখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মুখে নিজেকে ‘বিজয়ী’ শোনার পর রসিকতা করে তিনি প্রশ্ন করেন, “আমি কি এটা রেখে দিতে পারি?”

 

গতকাল (শুক্রবার) ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের ঘোষণা দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে হাজির হয়েছিলেন ফিফা সভাপতি। সেখানেই তিনি প্রথা ভেঙে বিশ্বকাপের ট্রফিটি ট্রাম্পের হাতে তুলে দেন। সাধারণত, কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও রাষ্ট্রপ্রধানরাই এই ট্রফি স্পর্শ করার সুযোগ পান।

 

ট্রাম্পকে ট্রফিটি ছুঁতে উৎসাহিত করে ইনফান্তিনো বলেন, “এটি কেবল বিজয়ীদের জন্য। যেহেতু আপনিও একজন বিজয়ী, তাই অবশ্যই ট্রফিটি ছুঁতে পারবেন।” এমন প্রশংসার পরই ট্রাম্প মজার ছলে ট্রফিটি রেখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার প্রশ্নে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

 

ট্রফিটি হাতে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বেশ ভারী এটা। খুব সুন্দর একটা স্বর্ণের টুকরো।”

 

এর আগে গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শিরোপাজয়ী চেলসিকে দেওয়া ট্রফিটি আসল নয় বলে শোনা যায় এবং মূল ট্রফিটি ট্রাম্প তার ওভাল অফিসে রেখে দিয়েছেন বলে আলোচনা তৈরি হয়েছিল।

 

আগামী ৫ই ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন