আগামীতে বড় চ্যালেঞ্জ হবে জনগণের জীবন মান পালটে দেওয়া, জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, ক্ষমতায় গেলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে। সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় নার্স সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আইন করে সমাজকে পরিবর্তন করা যাবে না, নৈতিকতার চাষ করে সমাজকে বদলাতে হবে। তিনি বলেন, এমন বাংলাদেশ গড়তে চান তারা, যে বাংলাদেশে সরকারকে নিরাপত্তার ভয়ে বুলেটপ্রুফ গাড়িতে চড়তে হবে না।
ডিবিসি/ এইচএপি