বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায়ের ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩১শে জুলাই) রাজধানীর শাহবাগে আবু সাঈদ মিলনায়তনে 'জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান' শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভায় জুলাই অভ্যুত্থানে স্বামী-সন্তান হারানো নারীরাও অংশ নেন।
আলোচনায় বিএনপি নেতারা জুলাই অভ্যুত্থানে নারীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সমৃদ্ধ দেশ গড়তে নারীদের অবদান অনস্বীকার্য। ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারীদের সজাগ থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে।"
ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
ডিবিসি/এমএআর