বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। কাজ করবে কৃষি ও কৃষকদের উন্নয়নে। বুধবার (২৩শে এপ্রিল) 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত নয়, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবে বিএনপি। জুলুম করে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ না নিয়ে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেন, জনগণের আস্থা ধরে রাখতে দায়িত্বশীলতা বজায় রাখতে হবে সব পর্যায়ের নেতা কর্মীদের। আগামী নির্বাচন জয়ী হতে এখন থেকেই জনসম্পৃক্ততা ও জন সমর্থন আদায়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
ডিবিসি/এএনটি