বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে অতি দ্রুত সময়ের মধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি প্রচারণায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারেক রহমান তার বক্তব্যে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে বরেন্দ্র সেচ প্রকল্প ও পদ্মা ব্যারেজের নির্মাণকাজে অগ্রাধিকার ভিত্তিতে হাত দিতে চাই। যত দ্রুত সম্ভব আমরা এই কাজ শুরু করব। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের বাস্থবায়ন হলে তার সুফল কেবল রাজশাহীর মানুষই পাবে না, বরং ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ের কৃষকরা পর্যন্ত এর সুবিধা ভোগ করবেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ওই অঞ্চলের প্রতিটি মানুষকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়েও তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে অচল হয়ে পড়া আইটি পার্কগুলোকে পুনরায় সচল করা হবে। রাজশাহী বিভাগের ছেলে-মেয়েদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা এই ট্রেনিং কাজে লাগিয়ে দেশে ব্যবসা করতে পারে অথবা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
জনসভায় তিনি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিয়েও কথা বলেন। তারেক রহমান বলেন, শুধু শিক্ষা দিলেই হবে না, শিক্ষার সঙ্গে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি প্রত্যেক বিভাগে, প্রতিটি মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, এই ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় পরিচয় দেখা হবে না; দল-মত নির্বিশেষে সকল মা এই সহায়তা পাবেন, যা দিয়ে তারা সংসারের আর্থিক ধাক্কা সামলে নিতে সক্ষম হবেন।
ডিবিসি/এএমটি