বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আগামী দিনের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ ও অংশীদারিত্ব কীভাবে বাড়ানো যায়, সেটাই হবে আমাদের কর্মসূচির কেন্দ্রবিন্দু। নারীদের জীবনমান উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার বাজেট কোথা থেকে আসবে, তা নিয়েও বাস্তববাদী চিন্তা করেছে বিএনপি।’
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী : নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ চিন্তা করতে হবে, যাতে দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে দক্ষতা বাড়াতে হবে। প্রত্যন্ত এলাকায় নারীদের আর্থিক সহায়তা বাড়াতে হবে। নারীদের কাজকে মার্কেটিং, ব্র্যান্ডিং ও ডিজাইন সাপোর্ট দিলে তাদের জীবন যাপনের চিত্র পাল্টে যাবে।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘রাজনীতিকে গণতন্ত্রায়ণ করলে হবে না। অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ণ করতে না পারেন, তাহলে শুধু রাজনৈতিক গণতন্ত্র কাজ করবে না। অর্থাৎ, সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে এবং রাষ্ট্রের উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছাতে হবে।’
আমীর খসরু মাহমুদ তার বক্তব্যে বলেন, আমরা আগে যেটা দেখেছি, তা হলো— এক ধরনের ‘পার্টিজান রাজনীতি’ ও ‘পার্টিজান রাষ্ট্র পরিচালনা’। সব ক্ষেত্রে এই পার্টিজানশীপ থেকে বেরিয়ে এসে অর্থনীতির গণতন্ত্রায়ণ করতে হবে।
ডিবিসি/কেএলডি