বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পানি বণ্টনকে গুরুত্ব দেবে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকারে গেলে পদ্মাসহ সকল অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেয়া হবে।
শনিবার (১৫ই নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পানি বণ্টনকে গুরুত্ব দেবে।
উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ নদী মহানন্দা, যার সংযোগ ঘটেছে পদ্মার সঙ্গে। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মা ও এর সংযুক্ত নদীগুলো বছরের বেশিরভাগ সময় বিপর্যস্ত থাকে। দুপুরে বিএনপি মহাসচিব মহানন্দা পাড় পরিদর্শনে আসেন।
বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। বিভিন্ন এলাকা থেকে সমাবেশে বিপুল লোক সমাগম ঘটে এবং মিছিল-স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে নেতারা পানির ন্যায্য হিস্যার দাবির পাশাপাশি সামনের জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদও বক্তব্য রাখেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি কোনো দলের নাম উল্লেখ না করে অভিযোগ করেন যে, একটি দল গভীর সংকটের ষড়যন্ত্র করছে। তিনি ষড়যন্ত্র বাদ দিয়ে ভালো রাজনীতি করার আহ্বান জানান।
বক্তব্যের শেষের দিকে মির্জা ফখরুল জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করেন। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন যে, যথাসময়ে নির্বাচন না হলে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
ডিবিসি/আরএসএল