জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো একটি পক্ষ ক্ষমতার ভাগ-বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে ফেলার দিবাস্বপ্ন দেখেছিল, কিন্তু বিপ্লবের শক্তিকে কেনার মতো সামর্থ্য কোনো রাজনৈতিক দলের নেই।
আজ শনিবার (১২ই জুলাই) সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে সমবেত নেতাকর্মী ও জনতার উদ্দেশে বক্তব্য দেয়ার সময় নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সংস্কার ও বিচারের কথা উঠলেই যারা পুরনো স্বার্থান্বেষী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে তাদের পুরোনো রাজনীতি আর চলবে না।
জাতীয় সরকারের প্রস্তাব প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমরা ৫ই আগস্ট জাতীয় সরকারের একটি রূপরেখা ও প্রস্তাবনা দিয়েছিলাম। কিন্তু তারা সেই প্রস্তাবে নিজেদের সমর্থন দেয়নি, কারণ ক্ষমতার ভাগাভাগি ছাড়া অন্য কোনো আলোচনা বা প্রস্তাবে তাদের আগ্রহ নেই।
তিনি আরও বলেন, যখনই আমরা দেশের মানুষের জন্য সংস্কার ও ন্যায়বিচারের কথা বলি তখনই একটি নির্দিষ্ট গোষ্ঠী এর বিপক্ষে দাঁড়িয়ে যায়। তারা নিজেদের সংকীর্ণ স্বার্থে পুরনো দুর্নীতিগ্রস্ত বন্দোবস্তকেই টিকিয়ে রাখতে মরিয়া। কিন্তু তাদের মনে রাখতে হবে জুলাইয়ের বিপ্লবী শক্তি এখনও ফুরিয়ে যায়নি, তারা মাঠেই রয়েছে।
নাহিদ ইসলাম চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, একটি পক্ষ জনদাবির বিপক্ষে অবস্থান নিয়ে সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এই পদযাত্রায় অন্যান্যদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/ এএমটি