ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন উইল স্মিথ। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্মিথ জানান, অস্কার অনুষ্ঠানে তার আচরণ অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।
পোস্টে আরো লিখেন যে তিনি ভুল করেছেন।
এ ঘটনায় স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলে একটি বিবৃতি দিয়েছে ফিল্ম একাডেমি।
একাডেমির নীতি অনুযায়ি, আইন লঙ্ঘনের অভিযোগে সংস্থাটি থেকে স্থগিতাদেশ বা বহিষ্কার, অস্কার প্রত্যাহার কিংবা ভবিষ্যতে পুরস্কারের জন্য যোগ্যতা হারাতে পারেন স্মিথ।
সোমবার অস্কারের ৯৪ তম আসরে ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তার কিছুক্ষন পরই সেরা অভিনেতার পুরস্কার জিতেন উইলিয়াম।
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতা ‘কোডা’ যেন ম্লান হয়ে গেছে উইল স্মিথের কাছে।
কমেডিয়ান ক্রিস রককে অস্কারের মঞ্চে সবার সামনে চড় মেরে পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ‘কিং রিচার্ডস’ মুভির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতা উইল স্মিথ।
পুরস্কার জয়ের পর অস্কার স্পিচে কান্না বিজড়িত কণ্ঠে বিশ্বখ্যাত এই অভিনেতা তার এই কাণ্ডের জন্য অ্যাকাডেমির কাছে ক্ষমা চান এবং বলেন, ভালোবাসা থেকেই এমন পাগলামির জন্ম।
‘কিং রিচার্ড’ মুভির নাম ভূমিকায় অভিনয়ের জন্য অস্কার জয়ের পর উইল স্মিথ প্রথমেই বলেন, রিচার্ড উইলিয়াম (কিং রিচার্ড মুভিতে উইল স্মিথের চরিত্র) ছিলেন তার পরিবারের রক্ষক। জীবনের এই মুহূর্তে আমি উদ্বেলিত। ঈশ্বর আমাকে যা করতে বলেছেন তা সম্পন্ন করতে পেরেছি বলে ভীষণ আনন্দিত। আমি বিশ্বাস করি, মানুষকে ভালোবাসা এবং তাদের রক্ষা করার জন্যই পৃথিবীতে এসেছি। তবে আমি অ্যাকাডেমির কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি মনোনয়নপ্রাপ্তদের কাছেও। কিং রিচার্ডে আমি এমন এক বাবার চরিত্রে অভিনয় করেছি যে অনেক সময়ই পাগলামি করে। আর এখনও সেরকম কাজই করে ফেলেছি। ভালোবাসাই মানুষকে দিয়ে এমন পাগলামি করিয়ে নেয়। আর শিল্পে তো জীবনেরই প্রতিফলন ঘটে।
এর আগে, সেরা ফিচার ডকুমেন্টারি শাখায় মনোনয়নপ্রাপ্ত প্রামাণ্যচিত্রগুলোর ব্যাপারে বলতে অস্কারের মঞ্চে এসেছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। তিনি উইল স্মিথের স্ত্রী জেইডা পিঙ্কেট স্মিথকে তিনি রসিকতা করেন। অ্যালোপেসিয়ায় আক্রান্ত হয়ে চুল হারিয়েছেন জেইডা। সবুজ রঙের গাউন পরিহিত উইল স্মিথের স্ত্রীর প্রতি ক্রিস রক বলেন, ‘জি আই জেন’ এর সিক্যুয়ালে জেইডাকে দেখতে চাই।
জি আই জেন ১৯৯৭ সালের একটি মুভি যেখানে ডেমি মুরকে মাথা কামিয়ে সেনাবাহিনীতে নিযুক্ত হতে হয়। আর প্রায় পুরো মুভিতেই সবুজ ইউনিফর্ম পরিহিত ছিলেন ডেমি মুর।
তবে ক্রিস রকের এই কৌতুকের পরই ঘটে সেই ঘটনা। হঠাৎ মঞ্চে উঠে আসতে দেখা যায় উইল স্মিথকে। ক্রিস রকের সামনে গিয়ে আচমকাই তার গালে একটি চড় মেরে বসেন উইল স্মিথ। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। ক্রিস রকের উদ্দেশে চিৎকার করে বলেন, আমার স্ত্রীর নাম আর মুখেও আনবে না।