বিবিধ

ক্ষুদিরাম বসুর জন্মদিন আজ

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০১৯ ০৪:৪১:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রিটিশবিরোধী বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১২৬তম জন্মদিন আজ।

১৮৮৯ সালের এই দিনে পশ্চিম বাংলার মেদিনীপুরের হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলনের সাহসি কর্মী।  

১৯০৮ সালের ৩০ এপ্রিল বোমা হামলার পরদিন ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১১ আগস্ট এই তরুণ বিপ্লবী মৃত্যুদণ্ড কার্যকর করে ব্রিটিশ সরকার।  

ফাঁসির আগে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন ক্ষুদিরাম। সেদিন তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর, ৭ মাস ১১ দিন।

ক্ষুদিরামের এমন মৃত্যু ব্রিটিশবিরোধী আন্দোলনে দেয় নতুন মাত্রা। তাকে নিয়ে লেখা হয় অনেক কবিতা, গান। নির্মিত হয় চলচ্চিত্র।

আরও পড়ুন