প্রকৃত ব্যাংক হলো ক্ষুদ্রঋণ ব্যবস্থার ব্যাংক। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা চলবে বিশ্বাসের ওপর এবং সারা বিশ্বকে এখানেই ফেরত আসতে হবে।
আজ শনিবার (১৭ই মে) রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি- এমআরএ ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নকল ব্যাংক নিয়ে সারা বিশ্ব তোলপাড়। যেখানে আগেই জামানত নিয়ে অবিশ্বাস শুরু হয়। এসব ব্যাংক ও গ্রাহকরা আজ হাওয়া, টাকা লোপাট করে।
একইসাথে সারা বিশ্ব বাংলাদেশের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সিস্টেম ফলো করছে বলেও জানান প্রধান উপদেস্টা। ক্ষুদ্র ঋণদাতাদের মাক্রব্যাংকের আওতায় আনার পরামর্শও দেন প্রধান উপদেষ্টা।
ডিবিসি/ এমএ