খাগড়াছড়ির দীঘিনালায় ফের মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্বৃৃত্তরা।
মঙ্গলবার (২৯শে জানুয়ারি) রাতে দীঘিনালার সাধনাটিলায় বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানি রবির একটি টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. জাকারিয়া জানান, গত সোমবার পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় দীঘিনালায় রবি কোম্পানীর ৫ টাওয়ার দুর্বৃত্ত হামলায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল তা পুনঃস্থাপন করা হয়। কিন্তু গতরাতে বাবুছড়া ইউনিয়নের সাধনাটিলা এলাকার টাওয়ারে আবার হামলা চালিয়ে বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফর সম্পৃক্ততার কথা শোনা গেলেও কোম্পানির পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি।
ইউপিডিএফ'র মুখপাত্র অংগ্য মারমা কাছে জানতে চাইলে তিনি জানান, অন্তবর্তী সরকারের সাথে ইউপিডিএফর দূরত্ব তৈরী করতে একটি মহল তাদের সংগঠনের নামে এ ষড়যন্ত্র চালাচ্ছে।
উল্লেখ্য, গত ২২শে জানুয়ারি রাতে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি, বড়াদম, সাধনাটিলা, বাঘাইছড়ি মুখ ও কার্বারীপাড়ায় টাওয়ারে একযোগে হামলা চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
ডিবিসি/ এসএসএস