আন্তর্জাতিক

খাদ্যের অভাবে ওজন ৭০ কেজি থেকে ২৫, প্রাণ হারালেন ফিলিস্তিনি কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ১১:৫২:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর অনাহারে মারা গেছে।

পরিবারের সদস্যদের মতে, তার ওজন ৭০ কেজি থেকে কমে মাত্র ২৫ কেজি হয়ে গিয়েছিল। গাজার আল-শিফা হাসপাতালের কর্মকর্তারা ও তার পরিবার এই খবর নিশ্চিত করেছে।

 

আতেফ আবু খাতের নামের ওই কিশোর শনিবার (২রা আগস্ট) মারা যায়। আল-জাজিরার একজন সংবাদদাতা গাজা শহর থেকে জানান, আতেফ একসময় স্থানীয় ক্রীড়া চ্যাম্পিয়ন ছিলেন এবং তার কোনো পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যা ছিল না। কিন্তু অপুষ্টির কারণে তার ওজন আশঙ্কাজনক হারে কমে যায় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যরা আতেফের কৃশকায় দেহকে বিদায় জানাচ্ছেন। তার চেহারা এতটাই শীর্ণ ছিল যে তার গালের হাড়গুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার পাঁজরগুলোও অপুষ্টির কারণে দৃশ্যমান ছিল। ভিডিওটি পোস্ট করে সাংবাদিক উইসাম শাবাত জানান, খাবার ও চিকিৎসার অভাবে আতেফের শারীরিক অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়েছিল।

 

আল-শিফা হাসপাতালের পরিচালক আল-জাজিরাকে জানান, গত ২৪ ঘণ্টায় গাজায় অপুষ্টিতে ভুগে মারা যাওয়া কমপক্ষে সাতজন ফিলিস্তিনির মধ্যে আতেফ একজন। ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজায় খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, যার ফলে হাজার হাজার মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছেন।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন