বাংলাদেশ, রাজনীতি

খালেদা জিয়া কখনো স্বৈরাচারের সাথে আপস করেননি: আমীর খসরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারের শাসনামলে অনেকেই সুবিধার জন্য আপস করলেও বেগম খালেদা জিয়া কোনো সময়ই নতি স্বীকার করেননি। বর্তমানে যারা ধর্মের রাজনীতি করেন, তারাও তৎকালীন স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম নগরের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়া ও দলের নেতাদের নানা প্রলোভন ও প্রস্তাব দিলেও তিনি কখনো আপসের পথে যাননি। জীবনের অধিকাংশ সময় তিনি রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কাটিয়েছেন। নির্যাতন ও কারাবরণের মধ্যেও তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় অবিচল ছিলেন। বিশেষ করে নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর গৃহীত ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি তাঁর রাজনৈতিক দর্শনের প্রতিফলন।

 

ব্যক্তিগত অভিজ্ঞতা নিজের কারাবন্দি জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, জেলখানায় থাকাকালীন তাঁর কাছেও মন্ত্রী হওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার আপসহীন রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন