রাজনীতি

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪ ০৭:০৬:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তিন বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। 

 

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর)  বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতারা। সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তিন বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য জীবনের বড় একটা সময় দিয়ে দিয়েছেন।’


মির্জা ফখরুল আরও বলেন, ‘১২ বছর পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে তাঁকে (খালেদা জিয়া) দূরে রাখা হয়েছিল। সশস্ত্র বাহিনী, বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা আজ ম্যাডামকে (খালেদা জিয়া) যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ, তেমনি গোটা দেশ আজ আনন্দিত বোধ করেছে।’

 

 

ডিবিসি/এফইউবি

আরও পড়ুন