বাংলাদেশ, জাতীয়

খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির উদ্বেগ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (১লা ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি এই উদ্বেগ জানানোর পাশাপাশি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

 

একই সঙ্গে, চিকিৎসার প্রয়োজনে ভারতের পক্ষ থেকে যেকোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় নরেন্দ্র মোদী লিখেন, 'বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'

 

সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, 'তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।'

 

উল্লেখ, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এমতাবস্থায় প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর এই বার্তা কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন