বাংলাদেশ, জেলার সংবাদ

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই আসনে গণঅধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৮ই নভেম্বর) বিকেলে দিনাজপুর ইনষ্টিটিউট চত্বরে গণঅধিকার পরিষদের এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

 

নুরুল হক নুর বলেন, "বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী।" তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য রাজনৈতিক দলও খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না।

 

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, "যে সকল জাতীয় নেতা গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন, তাঁদের আসনে রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।"


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন