বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুরুতর অসুস্থ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আগামী শুক্রবার (৫ই ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

একইসঙ্গে, সব ধর্মের মানুষের কাছে এই আহ্বান পৌঁছে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনার আয়োজন করতে অনুরোধ করেছে।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানানো হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন