বাংলাদেশ, রাজনীতি

খালেদা জিয়ার ফেরা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা মে ২০২৫ ০৯:৩৬:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসভবন 'ফিরোজা'। তবে, সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দলটি। এজন্য নেতাকর্মীদের দেয়া হয়েছে বেশ কিছু নিদের্শনা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, আগামী মঙ্গলবার (৬ই মে) সকালে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আর তাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় চলছে প্রস্তুতি। পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রবিবার আসেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বাসভবনের সামনের রাস্তায় বিদ্যুতের ট্রান্সমিটারসহ লাইনে কাজ করতে দেখা গেছে এদিন। একইসঙ্গে অক্সিজেনসহ মেডিক্যাল সরঞ্জাম নেয়া হয় বাসায়।

 

এরইমধ্যে চেয়ারপারসনকে শুভেচ্ছা ও বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দলসহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবেন, তা জানানো হয়েছে।

 

বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের একটা আবেগ আছে। তার ফেরার দিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা। 

 

এদিকে, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাটা সর্ম্পূণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

 

ডিবিসি/রাসেল 

আরও পড়ুন