বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামের হাটহাজারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ শিকারপুর ও বুড়িশ্চর বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।
সোমবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নুর হোসেন মেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন মাহাবুবুল আলম চৌধুরীসহ দলের অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম ফজলুল হক আপোষহীন দেশনেত্রীর আশু সুস্থতার জন্য সবাইকে মহান আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করার আহবান জানান।
ডিবিসি/কেএলডি