বাংলাদেশ, জাতীয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার (২৮শে নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা ও উদ্বেগের কথা জানান। 

 

তিনি নিয়মিতভাবে বেগম জিয়ার স্বাস্থ্যের অগ্রগতির খোঁজখবর রাখছেন এবং তাঁর চিকিৎসায় যেন কোনো প্রকার অবহেলা বা ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কড়া নির্দেশনা দিয়েছেন।

 

প্রধান উপদেষ্টা তার বার্তায় বলেন, সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

 

ড. মুহাম্মদ ইউনূস বর্তমান প্রেক্ষাপটে বেগম জিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক বিশাল অনুপ্রেরণা। দেশের স্বার্থেই তার সুস্বাস্থ্য ও বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেছেন। সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন