বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক আদেশে এমন তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই সময় বিকল্প হিসেবে র্যাডিসন হোটেলের সামনে ইউটার্ন নিয়ে কুড়িল ফ্লাইওভার বা অন্য কোনো বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে যানবাহনের চালকদের।
মেট্রোরেলের এমআরটি লাইন-১ যে পথে হবে, সেই পথ থেকে পানি, বিদ্যুৎ, গ্যাসের মত ইউটিলিটি লাইন সরিয়ে নেওয়ার জন্য খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরাগামী সড়কে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে ২৯ ঘণ্টার জন্য।
ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল শুক্রবার রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে। এই সময় বিকল্প হিসেবে র্যাডিসন হোটেলের সামনে ইউটার্ন নিয়ে কুড়িল ফ্লাইওভার বা অন্য কোনো বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে যানবাহনের চালকদের।
এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন। ৩১ দশমিক ২৪ কিলোমিটার রেললাইনের দুটি অংশ থাকবে। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ যাবে মাটির নিচ দিয়ে। আর নতুন বাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) পর্যন্ত প্রায় ১১ দশমিক ৩৬ কিলোমিটার যাবে মাটির উপর দিয়ে।
২০২৩ সালের ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। এরমধ্যে পিতলগঞ্জে ডিপোর নির্মাণকাজ শুরু হয়েছে ২০২৪ সালের ১ মার্চ।
ডিবিসি/মেহেদি হাসান রাসেল