বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

খুনি-চাঁদাবাজদের ভোট দিবেন না: ফয়জুল করীম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪ ০৯:২২:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, গত ৫৩ বছর দেশের মানুষ বিভিন্নভাবে অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। শাসকরা সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা বলে জাতিকে ধোকা দিয়েছে। আমরা স্বাধীন দেশে আর কোনও খুনি, চাঁদাবাজদের ক্ষমতায় আনতে চাই না। দুর্নীতিবাজ, চাঁদাবাদ ও খুনিদের ভোট দিবেন না।

বৃহস্পতিবার (১৯ই সেপ্টেম্বর) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, তাদেরকে আগামীতে বয়কট করবেন। নেতা পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। সংবিধান সংস্কারসহ যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রতিটি স্থানে আলেম সমাজের প্রতিনিধিদের স্থান দিতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুহাম্মাদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, অধ্যাপক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন