গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাবো। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করবো। তবে সরকারকে বলবো গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্থা করবেন না।
এনসিপির আহ্বায়ক বলেন, বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়বো না। এখনো সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। তা নাহলে আবারও লং মার্চ করবো গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসবো না। মুজিবাবাদ মুক্ত করে ফিরবো।
তিনি আরও বলেন, ৬৪ জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না। ৩রা আগস্ট আমরা শহিদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হবো। যা কিছু হয়ে যাক, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যে লড়াই সেটাতে জয়ী হয়েই ফিরবো।
ডিবিসি/ এইচএপি