বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনায় ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’র আনন্দ র‌্যালি

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই মে ২০২৫ ০৮:২২:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর ‘আবারও মিলিয়নেয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম। একইসঙ্গে দেশব্যাপী আনন্দ র‌্যালি করেছে ওয়ালটন। এ ছাড়া দেশের সাত শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্পে দেয়া হয়েছে ফ্রি চিকিৎসা।

এই উপলক্ষে বৃহস্পতিবার (১৫ই মে) সকালে খুলনা নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে এ র‌্যালি বের করা হয়। এ র‌্যালিটি নগরীর শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়।  

 

র‌্যালিতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অর্ধশতাধিক খুদে ক্রিকেটার, ওয়ালটনের বিভিন্ন প্রডাক্টের চিফ বিজনেস অফিসারসহ খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

 

 

ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের আনন্দ র‌্যালি এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম। এ সময় আরও যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।

 

দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শো-রুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ‘আবারও মিলিয়নেয়ার’ অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন।  

 

এ ছাড়া লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ রয়েছে নিশ্চিত পুরস্কার। ঈদ উপলক্ষে ওয়ালটন বাজারে ছেড়েছে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন সাত মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন