খুলনায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণে এমদাদুল হক নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রবিবার (২রা নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন যোগীপোল ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় বিএনপি নেতা মামুন শেখ রবিবার রাতে তার কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন। এই কার্যালয়টি স্থানীয় বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত হয়। এমন সময় দুর্বৃত্তরা অফিসটি লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ ও চার রাউন্ড গুলি ছোঁড়ে।
হামলায় বিএনপি নেতা মামুনের ভগ্নিপতি স্কুলশিক্ষক এমদাদুল হক, বিএনপি নেতা মামুন শেখ এবং মিজানুর রহমান আহত হন। তাদের দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডিবিসি/এনএসএফ