বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মেহেদী হাসান মিরাজ, আল নাঈম, মিরাজ গাজী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন আগেই তিনি কয়রা থেকে খুলনায় মেয়ের বাসায় আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত তিন যুবক ওই বাড়িতে প্রবেশ করেন। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন। তারা দাবি করেন, ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে আছেন। এই অজুহাতে তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।


পরিস্থিতি বুঝতে পেরে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি নেতা হিসেবে পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। আটককৃতদের দেওয়া সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন