ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা ২ ও ৩ আসন নিজেদের দখলে নিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বিএনপি ও জামায়াত।
স্বাধীনতার পর থেকে খুলনা-২ আসনে বিএনপি ৬ বার এবং খুলনা-৩ আসনে ৪ বার জয়ী হলেও এবার জামায়াতের প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-৩ আসনে অধ্যাপক মাহফুজুর রহমান জয়ের ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে, আসন দুটি নিজেদের দখলে রাখতে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বিএনপি নেতারা। খুলনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল প্রচারণায় সক্রিয় রয়েছেন। তৃণমূল কর্মীরা জানান, বড় রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচন সামনে রেখে সবাই একাট্টা হয়ে কাজ করছেন।
ডিবিসি/এএমটি