বাংলাদেশ, জেলার সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৫ই মে ২০২৫ ০৬:০০:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একটি ভাড়া বাসা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ই মে) বিশ্ববিদ্যালয়ের হল রোডের শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিক্ষার্থী তৌকির আহমেদ আবিদ (২৩) সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

 

আবিদের সহপাঠীরা জানান, দুপুরে দরজা ভেঙে ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখেন তাঁরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ হরিণটানা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, 'ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।' উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।'

 

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা যায়নি।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন