দেশের ব্যাংক খাতের আর্থিক স্বাস্থ্য ভালো রাখতে এবং মানুষের আস্থা বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখন খেলাপি ঋণ আদায়ে বিশেষভাবে মনোযোগী হয়েছে। বছরের প্রথম ৬ মাসে সোনালী ও রূপালী ব্যাংক সম্মিলিতভাবে প্রায় ১১০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে, যা ব্যাংক খাতের জন্য একটি ইতিবাচক দিক। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকা এবং রূপালী ব্যাংক পিএলসি ৬০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে।
এই সাফল্যের পাশাপাশি ব্যাংক দুটি তাদের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতে ঋণ বিতরণ বাড়ানোর ওপর জোর দিয়েছে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখতে চায় তারা।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের ব্যাংক খাতে মানুষের আস্থা কিছুটা বেড়েছে, যার প্রতিফলন দেখা যায় ব্যাংকগুলোর আমানতের চিত্রে। সরকারি ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, গেল ছয় মাসে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোনালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শওকত আলী খাঁন এবং রূপালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম জানান, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোর মূল নজর ছিল খেলাপি ঋণ আদায় বাড়ানোয়। তাদের এই concerted প্রচেষ্টার ফলস্বরূপ খেলাপি ঋণের লাগাম টানা সম্ভব হয়েছে।
ব্যাংকাররা আরও জানান, খেলাপি ঋণের লাগাম টানার পাশাপাশি ব্যাংকের আয় বাড়াতে ক্ষুদ্র ও মাঝারিখাতে ঋণ বিতরণে বেশি নজর দেওয়া হচ্ছে। এর ফলে দেশের প্রান্তিক উদ্যোক্তারা আরও সহজে ঋণ সুবিধা পাবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। এই পদক্ষেপগুলো দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/এএনটি