বিশ্বজুড়ে ফুটবলারদের ক্রমবর্ধমান ব্যস্ত সূচি এবং শারীরিক-মানসিক অবসাদের উদ্বেগের মধ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খেলোয়াড়দের ইউনিয়নগুলোর সাথে দীর্ঘ আলোচনার পর, দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টা বিশ্রাম এবং মৌসুম শেষে ২১ দিনের ছুটি বাধ্যতামূলক করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে সংস্থাটি।
এই ঐতিহাসিক আলোচনাটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কে, পিএসজি এবং চেলসির মধ্যে ক্লাব বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে। সম্প্রতি এই ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টটি ইউরোপীয় মৌসুমের শেষে আয়োজন করায় খেলোয়াড় ইউনিয়নগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছিল। তাদের মতে, খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ম্যাচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা তাদের মারাত্মক ইনজুরি ও অবসাদের দিকে ঠেলে দিচ্ছে।
মাসখানেক আগে ফ্রান্সের পেশাদার ফুটবলারদের ইউনিয়ন এই টুর্নামেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেছিল, খেলোয়াড়দের ওপর এই "হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত"। এই ক্রমবর্ধমান চাপের মুখেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং অন্যান্য কর্মকর্তারা খেলোয়াড় ইউনিয়নগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন।
আলোচনা শেষে ফিফা এক বিবৃতিতে জানায়, এটি একটি "প্রগতিশীল" আলোচনা ছিল এবং খেলোয়াড়দের স্বাস্থ্য তাদের কাছে "সর্বোচ্চ অগ্রাধিকার" পায়। বিবৃতিতে বলা হয়, "দুটি ম্যাচের মধ্যে কমপক্ষে ৭২ ঘণ্টা বিশ্রাম এবং প্রতি মৌসুম শেষে খেলোয়াড়দের জন্য ন্যূনতম ২১ দিনের ছুটির বিষয়ে একটি ঐক্যমত্য তৈরি হয়েছে। এই ছুটির বিষয়টি প্রতিটি ক্লাব তাদের খেলোয়াড়দের সাথে ব্যক্তিগতভাবে এবং প্রযোজ্য চুক্তি অনুসারে পরিচালনা করবে।"
তথ্যসূত্র ইয়াহু স্পোর্টস।
ডিবিসি/এমইউএ