বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চলমান চাঁদাবাজির তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। কোটি কোটি টাকার চেক জব্দের পর এবার তার ব্যবহৃত অন্য একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে নগদ প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গুলশান থানা পুলিশ আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বাড্ডা এলাকায় রিয়াদের ব্যবহৃত একটি ফ্ল্যাটে অভিযান চালায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। তাদের প্রাথমিক ধারণা এই টাকাও চাঁদাবাজির মাধ্যমেই সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এই বিপুল পরিমাণ অর্থের মূল উৎস খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
এই নগদ টাকা উদ্ধারের মাত্র একদিন আগেই, গতকাল (বুধবার) পুলিশ রিয়াদের অন্য একটি বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক জব্দ করে। উল্লেখ্য, গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসভবনে চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মামলায় রিয়াদ এবং তার তিন সহযোগী-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাব, বর্তমানে সাত দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।
ডিবিসি/এফএইচআর