জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (৬ই জুলাই) রাজধানীর গুলশানে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এই আশার কথা শোনান।
মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র এখন গভীর সংকটে এবং জনগণের ভোটের অধিকার কার্যত অনুপস্থিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন যে, একমাত্র জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমেই ভোটাধিকার ফিরিয়ে আনা সম্ভব এবং এর ফলেই দেশ গণতান্ত্রিক পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারবে।
ডিবিসি/এএনটি