রাষ্ট্রের বড় সংস্কার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ বাচকের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
সোমবার (১৯ জানুয়ারি) দেশজুড়ে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণায় অংশ নিয়ে উপদেষ্টারা এসব কথা বলেন।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও সচেতনতা বাড়াতে আয়োজিত মতবিনিময় সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বৈষম্য ও নিপীড়ন দূর করে রাষ্ট্রীয় সংস্কারের জন্য সংবিধান পরিবর্তন জরুরি, আর এ কারণেই সরকার গণভোটের আয়োজন করেছে। কিশোরগঞ্জে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধনকালে এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট।
অন্যদিকে, হবিগঞ্জে ইমাম সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ চিরতরে বন্ধ হবে। ময়মনসিংহে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, কোনো রাজনৈতিক দল যাতে একক ক্ষমতাবলে সংবিধান পরিবর্তন করতে না পারে, সেজন্য উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের ব্যবস্থা প্রয়োজন।
এছাড়া চাঁদপুর, যশোর, পিরোজপুর, টাঙ্গাইল ও জয়পুরহাটে যথাক্রমে অর্থ উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালান।
ডিবিসি/এনএসএফ