বাংলাদেশ, রাজনীতি

গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে বিএনপি নীতিগতভাবে 'হ্যাঁ' ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বিএনপি রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে, আর সেই সংস্কার নিশ্চিত করতেই এই গণভোটে তারা 'হ্যাঁ' বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। এদিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। এদিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

 

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের অবস্থান ও অভিযোগ তুলে ধরেন। দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের শাসনামলে পরিস্থিতির শিকার হয়ে এবং অত্যাচারের ভয়ে অনেকে দ্বৈত নাগরিকত্ব নিতে বাধ্য হয়েছিলেন। নাগরিকত্ব ত্যাগ করার শর্তে তাদের নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করে বিএনপি। এখন তাদের প্রার্থিতা বাতিল করা হলে তা অন্যায় হবে বলে মন্তব্য করেন তিনি।

 

একইসঙ্গে তিনি প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে সবার জন্য সমান আইনি সুযোগ দাবি করেন এবং জামায়াতে ইসলামীর দুজন প্রার্থীর বাতিলের বিষয়টি উল্লেখ করে তাদের রিভিউ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

 

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপন করে বিএনপির এই নেতা বলেন, প্রবাসীদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে, যা প্রচলিত অ্যালফাবেট বা বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়নি। 

 

বিশেষ করে বাহরাইনে একটি দল ব্যালট পেপারের বিষয়টি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি। তবে নির্বাচন কমিশন তাদের জানিয়েছে, এ বিষয়ে বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করা হয়েছে।

 

নির্বাচনী আচরণবিধি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও ইসিকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, ইসির অনুরোধ রক্ষা করতে গিয়ে বিএনপির চেয়ারম্যান তার পূর্বনির্ধারিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। 

 

অথচ অন্যান্য রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আচরণবিধি ভঙ্গ করছে, যার বিরুদ্ধে ইসি কোনো দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রত্যন্ত গ্রামে বিএনপি প্রার্থীদের শোকজ করা হলেও ঢাকার মতো বড় এলাকায় অন্য দলের আচরণবিধি লঙ্ঘনে ইসিকে নির্বিকার মনে হয়েছে।

 

এছাড়া এসপি নিয়োগ বা বদলি লটারির মাধ্যমে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিএনপির কোনো হাত নেই এবং এ নিয়ে অভিযোগ তোলা নিছক রাজনৈতিক কৌশল। 

 

ভোটে কারচুপিতে যারা জড়িত থাকবে, তাদের এনআইডি ব্লক করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় বৈঠকে। পরিশেষে নজরুল ইসলাম খান ঘোষণা দেন যে, বিএনপি আগামীতে শুধু 'ফ্যামিলি কার্ড' নয়, কৃষকদের জন্য আলাদাভাবে 'ফারমার্স কার্ড'ও চালু করবে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন