বাংলাদেশ

গণমাধ্যমে পক্ষপাতিত্ব থাকলে ভালো কিছু আশা করা যায় না: আইন উপদেষ্টা

ডিবিসি ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে জুন ২০২৫ ০২:৪৫:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, গণমাধ্যমে পক্ষপাতিত্ব থাকলে ভালো কিছু আশা করা যায় না। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দলের কারণে সাংবাদিকরা বেশি হয়রানির শিকার হন।

আজ (২৬শে জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএসের আয়োজনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

আসিফ নজরুল জানান, সাংবাদিকদের জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় আদালতের উপর কোনো প্রভাব বিস্তার করে না। তিনি আরও উল্লেখ করেন যে, অতি উৎসাহীরা যদি কোনো ব্যবসায়িক ফন্দিতে মিথ্যা বা হয়রানিমূলক মামলা করে, তাহলে পুলিশ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয় না।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন