বাংলাদেশ, আইন ও কানুন

গণহত্যার বিচার: সাবেক আইজিপিকে নিয়ে নতুন আইনি বিতর্ক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৫:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হত্যা মামলার কোনো ক্ষমা হয় না এবং রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন।

বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে তিনি এই দাবি করেন। এর প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষ বলেছে, রাজসাক্ষী সাজা পাবেন কি না, তা নির্ধারণ করার এখতিয়ার শুধু ট্রাইব্যুনালের।

 

জুলাই-আগস্ট গণআন্দোলন দমানোর সময় পুলিশ বাহিনীর চালানো সহিংসতায় প্রায় ১৪শ মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি আহত হন। ওই সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

 

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হন।

 

সাক্ষ্যগ্রহণের ১২তম দিনে রাষ্ট্রপক্ষের ৩৬তম সাক্ষী হিসেবে মামুনকে জেরা করেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, রাজসাক্ষী হলেও হত্যার দায় এড়ানোর সুযোগ মামুনের নেই।

 

এর জবাবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রাজসাক্ষীর দায় এবং শাস্তি নিরূপণের এখতিয়ার শুধুমাত্র ট্রাইব্যুনালের। তিনি আরও জানান, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন