বাংলাদেশ, জাতীয়

গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে জুলাই ২০২৫ ০৮:১৩:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলা এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শহিদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। আবরারের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে আবরার ফাহাদের পরিবার গত দেড় দশকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের একটি তালিকা করে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান। একইসাথে, আবরার ফাহাদ হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আবেদন করেন আবরারের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ।

 

তিনি বলেন, দেশের জন্য কথা বলার কারণে আমার ছেলেকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সে দেশের স্বার্থে কথা বলেছিল, অসম পানি বণ্টনের বিরুদ্ধে বলেছিল। ছেলের জন্য তার মায়ের অবিরাম আর্তনাদের কথা উল্লেখ করে তিনি বলেন, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়।

 

এছাড়াও, মোহাম্মদ বরকত উল্লাহ কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান। তিনি বলেন, সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।

 

আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থীবান্ধব করার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব, সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থার সংকট রয়েছে। আমরা চাই, এই সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীবান্ধব করতে দ্রুত পদক্ষেপ নেবে। ফাইয়াজ বুয়েটে র‍্যাগিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান এবং পূর্ববর্তী নিপীড়নের ঘটনাগুলোর তদন্ত ও বিচার দাবি করেন।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই। তিনি নিশ্চিত করেন যে, জুলাই গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রতিটি ঘটনা তদন্ত করা হবে। তিনি আরও যোগ করেন, তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্তকাজ চলছে। সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে।

 

ডিবিসি/ এমটি

আরও পড়ুন