রাজধানী

গত মাসে বলাৎকার হয়েছে ৪০ মাদ্রাসা শিক্ষার্থী, মারা গেছে ৩ জন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই ডিসেম্বর ২০২০ ০১:১৮:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদ্রাসায় যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে মুক্তিযুদ্ধমঞ্চ। মাদ্রাসায় শিশু বলাৎকার নিয়ে তথ্যচিত্র প্রর্দশনী শেষে সংগঠনটি মাদ্রাসায় যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের দাবি জানায়। এ সময় অভিভাবক ও শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সামাজিক আন্দোলনের দাবি জানান বিশিষ্টজনেরা।

গত মাসে দেশে ৪০ মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে তিন মাদ্রাসা শিক্ষার্থীর। আর আত্মহত্যা করেছে এক শিশু। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তথ্যচিত্র প্রর্দশনীর মাধ্যমে মাদরাসায় শিশু বলাৎকারের চিত্র তুলে ধরে মুক্তিযুদ্ধ মঞ্চ। এ সময় বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়।

ধর্ষণের ন্যায় বলাৎকারের অপরাধে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

বলাৎকারের বিরুদ্ধে চুপ থাকায় হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাদের সমালোচনা করেন তারা।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'যারা এ অপকর্মের সঙ্গে জড়িত তারা বলাৎকারের বিরুদ্ধে কথা বলেন না।' এমনকি হেফাজতের অনেক নেতাও বলাৎকারে জড়িত বলেও অভিযোগ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

বলাৎকার বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানান বিশিষ্টজনেরা। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের বরাত দিয়ে সংগঠনটি জানায়, গত মাসে সারা দেশে ৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়ে ৩ জন মারা গেছে। আর আত্নহত্যা করেছেন এক শিশু।

আরও পড়ুন