অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, "গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে। এই সময়ে শিক্ষা ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার হিসেব দেওয়া সম্ভব নয়। যদি হিসেব দিতে যাই, তাহলে দিনের পর দিন চলে যাবে।"
সোমবার (২৩শে জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ‘রিসার্চ ফেয়ার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, "আমরা খুবই অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। তাই আমাদের চিন্তা করতে হয় কোনটা আগে করব, কোনটা পরে করব। হয়তো কিছু বিষয়ে আগে থেকে ধারণা থাকায় আমরা কিছু কাজ এগিয়ে নিতে পারছি।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি চর্চার বিষয়ে তিনি কঠোর বার্তা দেন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, "শিক্ষকদের কারো রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু সেই বিশ্বাসকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আনা যাবে না। কেউ যদি রাজনীতি করতে চান, তবে তাকে রাজনীতির অঙ্গনে যেতে হবে। রাজনীতিতে ভালো নেতৃত্বের দরকার আছে এবং সেখানেও আপনি সম্মান পাবেন। তাই দয়া করে রাজনীতি বিশ্ববিদ্যালয়ে আনবেন না।" এটি নিশ্চিত করা সকল শিক্ষার্থীর দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
এর আগে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ডিবিসি/এএনটি