বাংলাদেশ, জেলার সংবাদ

গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে সাভারে ১৯ চাদাঁবাজ গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুলাই ২০২৫ ০৭:৫২:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারের আশুলিয়া ও ধামরাইয়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জন চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বুধবার আজ ১৬ই জুলাই (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় মহাসড়কের পাশের ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা এই অপকর্মের সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা প্রায় ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

এছাড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়া থানা এলাকা থেকে ৩ জন, সাভার মডেল থানা এলাকা থেকে ৭ জন এবং ধামরাই থেকে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর আরও জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন