বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে 'সুজন' এর সচেতনতামূলক নাটক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ পথনাটক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে 'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সুন্দরবন থিয়েটার যৌথভাবে পৌর পার্কে এই আয়োজন করে।

 

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জনগণকে ভোটদানে উৎসাহিত করা এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। নাটকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার, দায়িত্ববোধ এবং ভোট দেওয়াকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। 

 

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধিতে সাংস্কৃতিক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের আয়োজন মানুষকে শুধু ভোট দেওয়াই নয়, বরং একজন নাগরিক হিসেবে তাদের করণীয় সম্পর্কে ভাবতে শেখাবে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন