বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় ইঁদুর নষ্ট করছে শত শত একর জমির ধান

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে অক্টোবর ২০২৫ ১১:৫৯:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার ধান চাষিরা ইঁদুরের উপদ্রবে দিশেহারা। জেলার সাতটি উপজেলার আমন খেতে ইঁদুর হানা দিয়েছে। এই প্রাণীটি শত শত একর জমির ফসল কেটে সাবাড় করছে। এতে এবার ফসল ঘরে তোলা নিয়েই শঙ্কায় পড়েছেন চাষিরা।

গাইবান্ধার বিস্তীর্ণ মাঠে এখন সবুজের সমারোহ, কৃষকের যত্নে গাছ থেকে বেরিয়ে আসছে ধানের শীষ। কিন্তু ঠিক এই সময়ে কৃষকের সোনালি ফসলে আঘাত হেনেছে ইঁদুর। পুরো জেলার আমন খেতেই এবার বেড়েছে ইঁদুরের উপদ্রব।

 

ইঁদুর দমাতে কৃষকরা ফাঁদসহ প্রচলিত সব পদ্ধতি অবলম্বন করছেন, কিন্তু তাতেও মিলছে না নিস্তার। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

 

যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক আতিকুল ইসলাম ফসল রক্ষায় চাষিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। 

 

চলতি মৌসুমে জেলার ১ লাখ ৩৩ হাজার ১২০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা করা হলেও এখন তা ইঁদুরের উপদ্রবে শঙ্কায়।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন