বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় জমির জন্য বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও ঘরছাড়া; ছেলে গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ঝালিঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হাসানুর রহমান ঝালিঙ্গী গ্রামের বৃদ্ধ মাহাবুব ইসলাম ও মোছা. হাছনা বেগম দম্পতির একমাত্র ছেলে। হাসানুরের স্ত্রী উম্মে মাহবুবা সোমা উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহবুবা সোমা জমি লিখে নেওয়ার জন্য বৃদ্ধ মা-বাবাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। ছেলের ও পুত্রবধূর নির্যাতনে মাহাবুব ইসলাম ৩-৪ বার ব্রেন স্ট্রোক করেন। এই অসুস্থতার সুযোগে হাসানুর কৌশলে বাবার কাছ থেকে জমি লিখে নেন। পরবর্তী সময়ে বাবা কিছুটা সুস্থ হয়ে জমি লিখে নেওয়ার কারণ জানতে চাইলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়।

 

এরই জেরে গত ৭ জানুয়ারি বৃদ্ধ দম্পতিকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন ছেলে ও স্কুলশিক্ষিকা পুত্রবধূ। এমনকি তাদের ব্যবহৃত বিছানা ও শীতের কাপড় পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয়। 

 

কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে অসুস্থ ও বৃদ্ধ দম্পতির অবস্থানের খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দেন। ওই দিনই প্রশাসনের সহযোগিতায় মাহাবুব ইসলাম বাদী হয়ে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

সর্বশেষ আজ মঙ্গলবার সকালে দায়েরকৃত মামলার আপোষনামায় জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন