গাজার উদ্দেশে ত্রাণ ও ত্রাণকর্মী নিয়ে যাওয়া জাহাজ 'হানদালা'-কে শনিবার রাতে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটে।
জাহাজটিতে সশস্ত্র ইসরায়েলি সেনারা প্রবেশের পর এর সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিম) বন্ধ করে দেওয়া হয়।
আয়োজক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর একজন মুখপাত্র সিএনএন-কে জানান, "দখলদার বাহিনী আমাদের ক্যামেরা নিষ্ক্রিয় করে দিয়েছে এবং সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।"
বন্ধ হওয়ার আগে ইউটিউবের লাইভ স্ট্রিমে দেখা যায়, সশস্ত্র সেনারা জাহাজে প্রবেশ করছে এবং লাইফ জ্যাকেট পরা কর্মীরা আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচু করে রেখেছেন। এর পরপরই একজন হেলমেট পরা সেনা ক্যামেরাটি ঘুরিয়ে দিলে সম্প্রচারটি বন্ধ হয়ে যায়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে (X) দেওয়া এক বিবৃতিতে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তারা 'হানদালা'র মূল নাম 'নাভার্ন' ব্যবহার করে জানায়, "ইসরায়েলি নৌবাহিনী গাজা উপকূলের সামুদ্রিক অঞ্চলে অবৈধভাবে প্রবেশ করা থেকে জাহাজটিকে থামিয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, "জাহাজটি নিরাপদে ইসরায়েলের তীরে আসছে। সকল যাত্রী নিরাপদে আছেন।" অবরোধ ভাঙার এই চেষ্টাকে তারা "বিপজ্জনক ও বেআইনি" বলে আখ্যায়িত করেছে।
বিখ্যাত ফিলিস্তিনি কার্টুন চরিত্রের নামে নামকরণ করা 'হানদালা' জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি অংশ। এই জোটটি সমুদ্রপথে গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে এবং ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে বহুবার চেষ্টা করেছে।
তথ্যসূত্র সিএনএন।
ডিবিসি/এমইউএ