আন্তর্জাতিক

গাজাবাসীর জন্য প্রায় ৩২৪ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই বছর ধরে চলা সংঘাত ও দুর্ভোগের পর গাজা অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক চিহ্নিত করে মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি পরিকল্পনার স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

এই অনুষ্ঠানেই তিনি গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্তরাজ্যকে একটি অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন।

 

গাজার বেসামরিক জনগোষ্ঠীর মুখোমুখি হওয়া জরুরি মানবিক সমস্যাগুলো মোকাবিলা করতে, প্রধানমন্ত্রী ২০ মিলিয়ন পাউন্ডের একটি জরুরি সাহায্য প্যাকেজ ঘোষণা করেছেন। এই তহবিল গাজার কয়েক হাজার বেসামরিক মানুষের জন্য প্রয়োজনীয় জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) পরিষেবা নিশ্চিত করবে।

 

ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল-এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে। এটি দুর্ভিক্ষ, অপুষ্টি এবং রোগের ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তা করবে।

 

প্রধানমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন যে, শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই লক্ষ্য পূরণে যুক্তরাজ্য তাদের নিজেদের দেশে গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠন নিয়ে একটি তিন দিনের সম্মেলনের আয়োজন করবে।

 

এই ইউকে উইলটন পার্ক সম্মেলনটি যুদ্ধ-পরবর্তী গাজার জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সমন্বয় প্রচেষ্টার লক্ষ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং সরকারের প্রতিনিধিদের এক করবে।

 

এই আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিজস্ব রূপান্তর ও সংস্কার কর্মসূচিকে সমর্থন করার বিষয়েও নজর দেওয়া হবে, যাতে তারা গাজার পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, পুনর্গঠনের কাজটি হবে ফিলিস্তিনিদের নেতৃত্বে, এবং গাজার ভবিষ্যতের শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

 

এই সম্মেলনে জার্মানি, ইতালি, সৌদি আরব, জর্ডান এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ একাধিক আন্তর্জাতিক অংশীদার, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নকারী সংস্থা যেমন ইউরোপীয় ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও বিশ্বব্যাংক অংশগ্রহণ করবে।

 

তথ্যসূত্র গভ.ইকে

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন