আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি অবরোধ: অপুষ্টিতে ৬৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ১০:৩৩:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের চলমান যুদ্ধের ভয়াবহতার মধ্যেই গাজা উপত্যকায় অপুষ্টিতে কমপক্ষে ৬৬টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, ইসরায়েলের কঠোর অবরোধের কারণে দুধ, পুষ্টিকর সম্পূরক খাবার এবং অন্যান্য অতিপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রবেশ করতে না পারায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটছে।

গাজার সরকারি মিডিয়া অফিস শনিবার (২৮শে জুন) এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনী ভূখণ্ডটিতে তাদের আক্রমণ তীব্রতর করার সাথে সাথে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। গাজা শহরের তুফাহ মহল্লায় ইসরায়েলি হামলায় ২০ জনসহ কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা " উদ্বেগজনকভাবে" বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করার পরপরই এই মর্মান্তিক খবরটি সামনে এলো। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজায় প্রায় ৩,০০০ শিশু তীব্র অপুষ্টির চিকিৎসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা তাদের মৃত্যুর ঝুঁকিতে ফেলেছে। সংস্থাটি আরও জানায়, মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৫,১১৯ শিশুকে তীব্র অপুষ্টির জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।

 

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের এই অবরোধকে "যুদ্ধাপরাধ" হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।  

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেইর আল-বালাহ-এর একটি ফিল্ড হাসপাতালে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে, কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট চিকিৎসা প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। জানা আইয়াদ নামে এক অপুষ্টিতে ভোগা ফিলিস্তিনি মেয়ের ছবি এই সংকটের প্রতীক হয়ে উঠেছে, যেখানে একজন ডাক্তার তাকে মরিয়া হয়ে বাঁচানোর চেষ্টা করছেন।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন