আন্তর্জাতিক

গাজায় চিকিৎসক পাঠাবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৫ই নভেম্বর ২০২৫ ১০:৩০:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা করেছেন যে তাঁর দেশ গাজায় মানবিক সহায়তা প্রদানের জন্য সামরিক হাসপাতাল থেকে অভিজ্ঞ স্বেচ্ছাসেবী চিকিৎসক পাঠাবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট পেত্রো জানান, কলম্বিয়ার সামরিক হাসপাতালের ডাক্তার ও নার্সদের দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে যুদ্ধাহতদের চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা গাজায় কাজে লাগানো হবে।

 

পেত্রো বলেন, আমরা কলম্বিয়ার সামরিক হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবী ডাক্তার-নার্স নিয়ে যাব। কলম্বিয়ায় আমাদের ৭০ বছরের দীর্ঘ সংঘাতের অভিজ্ঞতা রয়েছে, যা বহু শিশুকে এতিম করেছে এবং অনেক মানুষকে অঙ্গহীন করেছে। এই অভিজ্ঞতাই সেখানে কাজে লাগবে।

 

পেত্রো বিশেষভাবে উল্লেখ করেছেন যে কলম্বিয়া গাজার বেঁচে যাওয়া ছেলেমেয়েদের জন্য কৃত্রিম অঙ্গ তৈরি এবং সরবরাহ করার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করবে। পাশাপাশি, গাজার সামাজিক কাঠামোর পুনর্গঠনেও কলম্বিয়া সাহায্য করবে।

 

প্রেসিডেন্ট আরও নিশ্চিত করেন যে সামরিক হাসপাতালের একজন নারী কর্মকর্তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যিনি এই মানবিক কার্যক্রমের সমন্বয় করার দায়িত্বে থাকবেন। একইসঙ্গে, তিনি অন্যান্য ডাক্তারদেরকেও এই উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এই ঘোষণা প্রেসিডেন্ট পেত্রোর মিশর সফরের সময়, সংঘাতের শিকারদের সঙ্গে আলোচনার মাঝেই আসে। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করেছেন।

 

তথ্যসূত্র কলম্বিয়ার সংবাদপত্র এল তিয়েম্পো

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন